ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

 


ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় বাস ও মাহিন্দ্রার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন।


পুলিশ জানায়, তারা ধারণা করছেন, ইন্দিরাপাড়ের দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই মাহিন্দ্রার যাত্রীদুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ওই সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যানচলাচল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, থানা পুলিশের সঙ্গে কথা বলে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছেতিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

এদিকে বিকেল সাড়ে ৫টায় তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরতর আহত অবস্থায় উদ্ধার করে আরো তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজিকে ফুলপুরগামী একটি অ্যাম্বুল্যান্স ধাক্কা দিলে ঘটনা স্থলেই এক অজ্ঞাত পরিচয় নারী (৩৫) ও যুবকের মৃত্যু হয়।


পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অটোরিকশার চালক।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। তিনি বলেন, ময়মনসিংহগামী সিএনজির নিহত যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো থানায়পরিচয় শনাক্ত করার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রয়েছে।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post