জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া জুলাই ঐক্যের আলটিমেটামের মধ্যে ৫ সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তালিকায় থাকা আরো ৩৯ জন আমলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে জুলাইয় ঐক্য। গতকাল বৃহস্পতিবার ওই ৫ সচিবকে অবসরে পাঠায় সরকার।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্রএর আগে গত ৩ জুন ৪৪ আমলার অপসারণের দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। কর্মসূচি চলাকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে ১৯ জুন পর্যন্ত্র সময় বেঁধে দেওয়া হয় জুলাই ঐক্যের পক্ষ থেকে। গতকাল ১৯ জুন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় জুলাই ঐক্য।
তবে সাতক্ষীরা জেলায় ২০১৩-১৫ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানের বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় প্রতিবাদ জানিয়েছে সংগঠনটিএকই সঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবসহ তাদের পরিবারের সকলের ব্যাংক হিসাব জব্দ এবং দুর্নীতির তদন্ত করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য।
শুক্রবার এক বিবৃতিতে জুলাই ঐক্য জানায়, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে যারা শেখ হাসিনার অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের মাঠে নামবে জুলাই ঐক্য।
বিবৃতিতে বলা হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঐক্য থেকে প্রকাশ করা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ঢাকার প্রবেশ মুখে ব্লকেড কর্মসূচির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।।।

Post a Comment