ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির একটি ডলফিন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার কাশিনাথপুর-মাজদিয়া এলাকার গড়াই নদীতে বিপুল বিশ্বাস নামের এক জেলের জালে ডলফিনটি ধরা পড়ে। জালে ধরা পড়ার কিছুসময় পরে ডলফিনটি মারা যায়।
জেলে বিপুল বিশ্বাস বলেন, আমি গড়াই নদীতে জাল ফেলে মাছ ধরছিলাহঠাৎ আমার জালে আটকা পড়ে ডলফিনটি। প্রথমে মনে করেছিলেন বড় কোনো মাছ হবে। তবে ওপরে জাল তুলে দেখি এটা ডলফিন। কিছুসময় পর সেটি মারা যায়।এদিকে ডলফিন আটকের খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ তা দেখেতে বিপুল বিশ্বাসের বাড়িতে ছুটে আসেন।
শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘লোকমুখে ডলফিন আটকের বিষয়টি শুনেছি। গড়াই নদীতে যে ডলফিনটি আটক হয়েছে তারা সাধারণত মিঠাপানিতে বসবাস করে। পদ্মা নদীতে অধিকাংশ সময় এই প্রজাতির ডলফিন ভেসে বেড়াতে দেখা যায়।
সম্ভবত পদ্মা নদীর স্রোতে গড়াই নদীতে ওই ডলফিনটি ভেসে এসেছে।’ম।

Post a Comment