টেকনাফে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

 


কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে আটক করেছে বিজিবি।


বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ জুন) গভীর রাতে ২ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন—মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাৎক্ষণিকভাবে নাফ নদী, তীরবর্তী এলাকা ও মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বিশেষ টহল জোরদার করা হপরে মঙ্গলবার (১ জুলাই) ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুজনকে।


আটক ব্যক্তিরা হলেন—মিনারা বেগম (৩৫) এবং মো. কেফায়েত উল্লাহ (১৯)। উভয়ের বাড়ি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায়।


একইদিন টেকনাফের খুরেরমুখ এলাকায় আরেকটি অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। ওই ঘটনায় জমিলা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। তার বাড়ির মুরগির খামারে এসব গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল।


আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মাদক ও চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’য়।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post