বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি জানিয়েছেন, নিজের বাড়িতেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। অভিনেত্রীর দাবি, মাঝরাতে অজানা কেউ দরজায় ধাক্কা দেয়, আশপাশে চিৎকার-চেঁচামেচি চলে। তনুশ্রীর এসব অভিযোগ নিয়ে চলছে বিস্তার আলোচনা।
ইতিমধ্যে আরেক বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী। জানালেন, তার খাবারে বিষ মেশানো হয়েছিভারতের এক শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তনুশ্রীর লাইভ দেখে অনেকে অভিযোগ তুলেছেন, সবই ‘নাটক’। অনেকে তো বলছেন, ‘বিগ বস’-এ সুযোগ পেতেই এই নাটক করছেন অভিনেত্রী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তনুশ্রী জানিয়েছেন, ‘গত পাঁচ বছর ধরেই আমার জীবনে নানা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে।কখনো গাড়ির ব্রেক ফেল করছে, কখনো খাবারে বিষ মেশানো হচ্ছে। বাড়ির সামনেও অশান্তি লেগেই থাকে। প্রচারের জন্য এসব ভুয়া ভিডিও বানানোর কোনো দরকার নেই আমার। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া।
এটা সবার মনে রাখা উচিত।উল্লেখ্য, এর আগেও নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। তখন তিনি সরাসরি বলেছিলেন, ‘আমার কিছু হলে এর দায় থাকবে অভিনেতা নানা পাটেকার, তার আইনজীবী আর তার মাফিয়া বন্ধুদের ওপর। ইন্ডাস্ট্রির এ ধরনের অভিনেতা-পরিচালকদের বয়কট করা উচিত।’
বলিউডে তনুশ্রীর অভিযোগ নতুন নয়, তবে বারবার হুমকি আর হেনস্তার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছেপর্দায় এখন আর অভিনয় না করলেও নিজের বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন ‘আশিক বানায়া আপনে’খ্যাত এ অভিনেত্রী।।’ল!
Post a Comment