মা হয়ে কীভাবে অন্য মায়ের কষ্ট সহ্য করি : চিত্রনায়িকা বর্ষা


 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে সারাদেশে। সাধারণ শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও শোক জানিয়েছেন।ঘটনায় অন্য সবার মতো শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব?’ সোমবার (২১ জুলাই) রাত পৌনে নয়টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে নিজের মতামত জানান তিনি।চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, ‘পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে যে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন। ওই দুর্ঘটনাগুলো অন্য রকম। কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে, এই অবস্থা মেনে নেওয়া যায় না।’তিনি লিখেছেন, ‘জানি মনে-প্রাণে বিশ্বাস করি যে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি।’


এ নায়িকা আরও ‍লিখেছেন, ‘আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আমি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে, তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সব মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন, আমিনএরপরই প্রশিক্ষণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বর্ষা লিখেছেন, ‘এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই। কিন্তু মানুষ একটা, মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কীভাবে এ ধরণের প্রশিক্ষণ করা হচ্ছে, চিন্তা করা যায়?’


সবশেষ ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রী লিখেছেন, ‘কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আমিন।’।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post