আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়ির অবৈধ গেট উচ্ছেদ করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ মঙ্গলবার (১ জুলাই) গেটটি উচ্ছেদ করেছে। সীমানা প্রাচীরে গেট না লাগিয়ে নানক তার বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট দূরে বিসিসির রাস্তার ওপর স্থাপন করে। এই অবৈধভাবে গেট লাগিয়ে প্রতিবেশীর বাড়িতে যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগে তা উচ্ছেদ করা হয়েছে।নগরের বটতলা এলাকায় আদম আলী হাজি সড়কে নানকের পৈত্রিক নিবাস। সেখানে তাদের পরিবারের যৌথ মালিকানায় বহুতল ভবন রয়েছে। ভবনে যেতে ৮ ফুট প্রশস্ত একটি সড়ক রয়েছে। নানকদের ভবনের পর অন্যের মালিকানাধীন আরো কয়েকটি ভবন ও প্লট আছে।নানক ছাড়া তার ভাই নাছির উদ্দিন লিটু ওই বাড়িতে থাকতেন। তারা দুজনেই আত্মগোপনে রয়েছেন। নানকের বাড়ির তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, ৮ ফুট প্রশস্ত সড়কটি নানকের পারিবারিক জমিতে করা হয়েছে তাদের ভবনে যাতায়াতের জন্য। এরপরের প্লট মালিকদের বিকল্প সড়ক আছে।
ওইসব মালিকরা সিটি করপোরেশনকে ব্যবহার করে গেট ভেঙে দিয়েছে।
বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার বলেন, শাহাবুদ্দিন আহম্মেদ এবং শাহানারা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। মাপঝোক করে দেখেছেন বিসিসির জমিতে গেট স্থাপন করা হয়েছে। এজন্য সেটি অপসারণ করা হয়েছে।
বরিশাল নগরীর ১৮নং ওয়ার্ড বটতলা এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ভুক্তভোগী শাহাবুদ্দিন আহম্মেদ এবং শাহানারা আক্তার গেট অপসারণের জন্য বিসিসি প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল শাহানারা আক্তার বলেন, বটতলা ক্ষীরোধ মুখার্জী লেনের সংযোগ সড়কে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তাদের জমির উত্তর-দক্ষিণে চলাচলের একমাত্র পথ রয়েছে। তার বাড়ির গেট থেকে আনুমানিক ১৫০ ফুট দক্ষিণে তাদের প্রতিবেশী জাহাঙ্গীর কবির নানকের বাড়ি। ক্ষমতা বলে তাদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ক্ষীরোধ মুখার্জী লেন বিসিসির রাস্তার সংযোগস্থলে গেট স্থাপন করেন। তাতে বাধা দিতে গেলে নানক ও লিটু মিয়ার সন্ত্রাসী বাহিনী তাকে মেরে রক্তাক্ত জখম করে।
কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তখন পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরবর্তীতে বিসিসির রাস্তা থাকা নানকের গেট অপসারণের জন্য আবেদন করলে সেটি অপসারণ করা হয়।করেন।

Post a Comment