চামড়ার জিনিসপত্র দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে


চামড়ার জুতা ও ব্যাগের সবচেয়ে বড় শত্রু পানি


চামড়ার জুতা ও ব্যাগের সবচেয়ে বড় শত্রু পানিছবি: পেক্সেলস

১. চামড়ার তৈরি কোনো জিনিস সরাসরি পানি দিয়ে ধোবেন না। বরং বাজারে বিশেষ ধরনের ক্লিনার পাওয়া যায়, যা চামড়াপণ্য পরিষ্কার রাখে, সেসব ব্যবহার করুন। ক্লিনার ব্যবহার শেষে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।


২. চামড়ার তৈরি কোনো কিছু দীর্ঘদিন ভাঁজ করে রাখবেন না। এতে জিনিসটির ওপর দাগ পড়ে যায়। ভাঁজের দাগ দূর করতে চাইলে প্রথমেই পানি ঝরানো মোটা কাপড় দিয়ে দাগটি ঢেকে দিন। এরপর হালকা তাপে ভেজা কাপড়ের ওপর ইস্তিরি করুন। খেয়াল রাখবেন, ইস্তিরির তাপ যেন কোনোভাবেই চামড়ার কাপড়ে না লাগে। এতে কাপড় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।


৩. অনেকে চামড়ার তৈরি জিনিসকে চকচকে করতে তেল অথবা কন্ডিশনার ব্যবহার করেন। এতে উল্টো রং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর পরিবর্তে বাজারে চামড়ার জিনিস চকচকে করার বিশেষ কন্ডিশনার পাওয়া যায়, সেসব ব্যবহা৪. বর্ষাকালে যতটা সম্ভব চামড়ার তৈরি জিনিসপত্র কম ব্যবহার করুন। চামড়ার জুতা ও ব্যাগের সবচেয়ে বড় শত্রু পানি। বৃষ্টির পানি তো বটেই, পরিষ্কার করার সময়ও পানি থেকে সাবধানে থাকতে হবে।৫. ভুলে যদি চামড়ার ব্যাগে পানি পড়েও যায়, তাহলে তা যত দ্রুত সম্ভব মুছে ফেলুন। বাড়তি পানি শুষে নিতে দলা পাকানো নিউজপ্রিন্ট কাগজ ব্যাগ ও জুতার ভেতরে রেখে দিন। এতে ওই কাগজ চামড়া থেকে দ্রুত পানি শুষে নেবে। পানি পুরোপুরিভাবে না শুকানো পর্যন্ত চামড়ার জিনিস ব্যবহার করবেন না।৬. দীর্ঘদিন চামড়ার পণ্য ভালো রাখতে তুলনামূলক ঠান্ডা জায়গায় রাখুন। তবে খেয়াল রাখবেন, আপনার পছন্দের জিনিসে যাতে কোনোভাবেই ভাঁজ না পড়ে। দীর্ঘদিনের জন্য তুলে রাখতে হলে পলিব্যাগের ভেতরে রেখে চামড়ার পণ্য সংরক্ষণ করুন।


৭. চামড়ার পণ্য অনেক দিন আলমারির ভেতরে থাকলে অনেক সময় ছত্রাক পড়ে। ছত্রাক দূর করতে সামান্য ভেজা কাপড় দিয়ে চামড়ার পণ্য হালকা করে মুছে নিন। ছত্রাক দূর হলে সুতি কাপড় দিয়ে আবারও পণ্যটি মুছে নিন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post