আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। এ সময় বন্দুকধারীরা হঠাৎ এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। সাধারণত পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষের জেরেই এসব সহিংসতা দেখা দেয়। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে অনুরূপ এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।এদিকে রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তক্ষয়ী হামলার পর উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো হামলা ঠেকানো যায়।
Post a Comment