সাপ ঘন ঘন জিভ বের করে কেন

 


বর্ষাকাল মানে সাপের মৌসুম। এ সময় চারদিকে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। সাপকে অনেকেই ভয় পান। তবে সাপ নিয়ে কিছু তথ্য আমাদের মনে উঁকি দিয়ে থাকে।কিন্তু ঘ্রাণশক্তি সাংঘাতিক তীব্র। মানুষের মতো সাপেরও একজোড়া নাসারন্ধ্র আছে। কিন্তু সাপের জিভও খুব গুরুত্বপূর্ণ।তার মধ্যে একটি হচ্ছে, সাপ কেন ঘন ঘন জিভ বের করে। চলুন, জেনে নেওয়া যাক—

এমন অনেক তথ্য আছে সাপ নিয়ে, যেগুলো আমরা ভুল জানি। শুধু সাপ নয়, অনেক সরীসৃপই এই কাজ করে। কখনো ভেবেছেন, সরীসৃপরা কিভাবে গন্ধ শোঁকে? সাপের দৃষ্টি ও শ্রবণশক্তি খুবই ক্ষীণসাপের জিভও তার অন্যতম ঘ্রাণেন্দ্রিয়।


মাঝে মাঝে চেরা জিভ বের করে যখন, তখন সেটা দিয়ে ক্ষুদ্র রাসায়নিক কণা গ্রহণ করে। এই রাসায়নিক কণাই সাপকে বুঝতে সাহায্য করে কোনটা কী জিনিস। তারা গন্ধের দ্বারা কোনো জিনিসকে চিহ্নিত করে। মুখের মধ্যে জিভ ঢুকিয়ে নেওয়ার পরে সেটি মুখ গহ্বরের ছাদে আটকে থাকে। এই বিশেষ ঘ্রাণেন্দ্রিয়কে বলে ভমেরসনাল সিস্টেএই ধরনের জিহ্বাকে বলা হয় ভমেরসনাল অর্গান। সাপ ছাড়াও ঘোড়া, বিড়াল, কুকুরও এভাবে ঘ্রাণ গ্রহণে অভ্যস্ত।

সূত্র : নিউজ ১৮ম।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post