ব্রাজিলের একটি বাসে ২০ বছর বয়সী এক তরুণী মৃত্যুর পর তার শরীরে প্রায় দুই ডজন আইফোন পাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সন্দেহ করছে, তিনি হয়তো ওই ডিভাইসগুলো পাচার করছিলেন। এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৯ জুলাই ওই তরুণী বাসের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাএ সময় তার ত্বকে আটকে থাকা ২৬টি আইফোন দেখা যায়।
যাত্রী প্রতিবেদনে জানা গেছে, ওই তরুণী একাই ফোজ ডু ইগুয়াছু থেকে সাও পাওলো যাওয়ার পথে অসুস্থ অনুভব করেন। যখন বাসটি পারানা এলাকার গুয়ারাপুরাভায় রেস্তোরাঁয় দাঁড়িয়েছিল, তখন তিনি নিঃশ্বাস নিতে অসুবিধার কথা জানান। এরপর জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়প্রাথমিক চিকিৎসার পরেও তার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে ও খিঁচুনি শুরু হয়। ৪৫ মিনিটের প্রচেষ্টা শেষে তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসাকর্মীরা তার শরীরে একটি প্যাকেটে করে ২৬টি আইফোন ত্বকে আটকে থাকতে দেখেন। কর্তৃপক্ষ তার লাগেজে মদের বোতলও পেয়েছে।
তার হৃদরোগ ও শ্বাসকষ্টের কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পারানা সিভিল পুলিশ। উদ্ধারকৃত আইফোনগুলো ব্রাজিলের ফেডারাল রেভিনিউ সার্ভিসে জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, ব্রাজিলে প্যারাগুয়ের মতো প্রতিবেশী দেশ থেকে পাচার করা স্মার্টফোনের একটি বড় কালোবাজার রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কালোবাজারের আইফোন জব্দের ঘটনা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমান, প্রতিদিন প্রায় ১০ হাজার মোবাইল ফোন ব্রাজিলে পাচার করাএর আগে প্যারাগুয়ে ও ব্রাজিলকে সংযোগকারী ফ্রেন্ডশিপ ব্রিজের একটি ট্রাকের লুকানো বগি থেকে ১৯৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছিল। হয়।।ন।
Post a Comment