ইসলামে পাড়া প্রতিবেশীদের অনেক অধিকার ও মর্যাদা বর্ণিত হয়েছে। তাদের অধিকার আদায়ে উদাসীনতা ইহকাল এবং পরকালের অনেক ক্ষতি ডেকে আনবে। তাই প্রতিবেশীর মর্যাদা, তাদের সাথে সদাচরণের লাভ ও অসদাচরণের ক্ষতি সম্পর্কে অবগত হওয়া অতি আবশ্যক।তোমরা আল্লাহর ইবাদত কর। তার সাথে কাউকে শরিক করো না। পিতা মাতার সাথে সদাচরণ করো এবং নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ক্ষণিকের সঙ্গী, পথচারী এবং নিজেদের অধীনদের সাথেও সদ্ব্যবহার করো। (সুরা নিসা: ৩৬)হাদিস শরিফে এসেছে-যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। (মুসলিম, ১৮৫)
প্রতিবেশী তিন প্রকার
এক,নিকট প্রতিবেশী অর্থাৎ আমার বাড়ির সাথে যার বাড়ি। দুই: দূর প্রতিবেশী অর্থাৎ যার বাড়ি পাড়া বা মহল্লার শেষ প্রান্তে। তিন: ক্ষণিকের প্রতিবেশী! গাড়িতে, বাসে, ট্রেনে, বিমানে বা মজলিসে যিনি আমার কাছে বসেছেন। (ইসলামি জীবন ব্যবস্থা ৪/২৮৯)
প্রতিবেশীর মর্যাদার স্তর: একটি হক: অমুসলিম প্রতিবেশী যার সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই। দুটি হক: মুসলিম প্রতিবেশী যার সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই। তিনটি হক: মুসলিম প্রতিবেশী যার সাথে আত্মীয়তারও সম্পর্ক আছে।(মাআরিফুল হাদিসপ্রতিবেশীর সাথে সদাচরণের লাভ
১. আল্লাহ ও তার রাসুলের মুহাব্বত লাভ হবে। ২. পরিপূর্ণ ঈমানদার ও মুমিন হওয়া যাবে। ৩. নফল ইবাদত কম হলেও জান্নাত লাভ হবে। (শুআবুল ঈমান-১৫৩৩,তিরমিজি- ২৩০৩, মুসনাদে আহমদ-৯২৯৮) ৪. সুন্দর সমাজ ও সূখময় জীবন লাভ হবে।
প্রতিবেশীর সাথে অসদাচরণের ক্ষতি
১. আল্লাহ তার রসুলের মহব্বত লাভ হবে না। ২. পরিপূর্ণ ঈমানদার ও মুমিন হওয়া যাবে না। ৩. রাশি রাশি ইবাদত বিফল ও জান্নাত থেকে বঞ্চিত। ৪. সংকীর্ণ জীবন ও অশান্তির সমাজ সৃষ্টি হবে। ৫. দশ গুন বেশি পাপ দেয়া হবে। (মুসনাদে আহমদ-২৩৩৪২,৯২৯৮ সহিহ মুসলিম ৪৬ শুআবুল ঈমান-১৫৩৩,তিরমিজি- ২৩০৩)
প্রতিবেশীর অধিকার
১. সাহায্য চাইলে সাহায্য করা। ২ ঋণ চাইলে ঋণ দেওয়া। ৩. অভাবে পড়লে সহায়তা করা। ৪. রোগাক্রান্ত হলে সেবা শুশ্রূষা করা। ৫. কল্যাণ হলে মুবারাকবাদ জানানো। ৬. বিপদগ্রস্ত হলে দুঃখ প্রকাশ করা। ৭. মৃত্যুবরণ করলে জানাজায় শরিক হওয়া। ৮. তার ঘরের উপর তোমার ঘরকে সুউচ্চ করবে না, যাতে তার বাতাস বন্ধ হয়ে যায়, তবে তার অনুমতি থাকলে ভিন্ন কথা। ৯. ফল-মূল ক্রয় করলে তাকে হাদিয়া দেওয়া। যদি তা সম্ভব না হয় তবে তুমি ঘরে গোপনে প্রবেশ করানো। আর তোমার সন্তানরা যেন তা খোলাখুলিভাবে না খায়, যাতে তাদের সন্তানের মনে আঘাত লাগে। ১০. প্রতিবেশী ভুল করলে তা গোপন রাখা। [শুআবুল ঈমান,হাদিস- ৯৫৬১আত তারগিব ওয়াত তারহিব, হাদিস ৩৮৯০]
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আসুন আমরা ইসলামের বিধান মত প্রতিবেশী সহ সকলের অধিকার আদায় করে উভয় জগতে সফলতা অর্জন করি। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন, আমিন। সূত্র: প্রতিবেশীর অধিকার
লেখক: শিক্ষক, লালবাগ মাদ্রাসা ঢাকা, খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ, পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ৬/৪৫)
Post a Comment