চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় আবাসিক দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আবাসিক মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।  


মৃত দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো.তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।


স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদ্রাসার ছাত্রীরা ঘুমিয়ে রাত দেড়টার দিকে একতলা পাকা মাদ্রাসা ভবনের আবাসিক হলকক্ষে একত্রে ১৩ ছাত্রী ঘুমিয়ে থাকার সময় হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে মাদ্রাসায় অবস্থানরত একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও শিশুদের পরিবারে খবর দেন।  


শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেনকিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়। তাকে ঠিকমতো চিকিৎসার সুযোগই পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক।


মেডিক্যাল অফিসার আলিম বলেন, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার বাম পায়ের গোড়ালিতে একটু ক্ষতের চিহ্নও পাওয়া গেছে।


অপরদিকে জামিলার দেহে বাহ্যিকভাবে তেমন কোনো চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের কামড় বা কোনোরকম বিষক্রিয়ায় শিশু দুজনের মৃত্যু হয়েছে। মৃতদেহের পরিবর্তনের লক্ষণও সেইরকম। যেহেতু মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা আক্রান্ত হয়নি, তাই ঘটনাটি খাদ্যে বিষক্রিয়াজনিত নাও হতে পারে বলেও মন্তব্য করেন ডা. আলিম।


গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়।


বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন।পড়ে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post