Top News

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

 

রংপুর মহানগরীর নুরপুর এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী।


রাজিব চৌধুরী জানান, তার শ্বশুরের অসুস্থতার কারণে শুক্রবার তার স্ত্রী আইরিন আক্তার সেতু ও মেয়ে নুরে রিফা স্নেহা দিনাজপুরের বিরামপুরে যাতিনি নিজেও অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাইরে থেকে তার ঘরের দরজা বন্ধ করে দেয়।

পরে তারা দুটি ঘরের আলমারি ভেঙে মেয়ের বিয়ের জন্য রাখা ৮ ভরি এবং বোনের ৫ ভরি স্বর্ণালংকারসহ মোট ১৩ ভরি গহনা ও গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ, সিআইডি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেনরাজিব চৌধুরী বলেন, ‘আমি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছি। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ায় কিছুই বুঝতে পারিনি। ডাকাতরা বাইরে থেকে আমার ঘরের দরজা আটকিয়ে দেয়। বাড়িতে কেউ না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।


আমি ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি। ’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post