যারা গণতন্ত্র চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা আব্দুস সালাম

যারা গণতন্ত্র চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা আব্দুস সালাম
যারা গণতন্ত্র চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আব্দুস সালাম বলেন, ‘যারা গণতন্ত্র চায় না, গণতান্ত্রিক সংসদ চায় না, যারা চায় না একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, তারা বিভিন্ন কায়দায় চেষ্টা করছে কীভাবে নির্বাচন পেছানো য়ায়। কিন্তু আমরা বিএনপি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই যত অতি দ্রুত নির্বাচন হয়, ততই এ দেশের মঙ্গল হয়।’

বিএনপি এই নেতা বলেন, আগামীকাল দুপুর ২টায় উৎসবমুখর পরিবেশে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ সময় তিনি আরও বলেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে দলের ঐক্য ফিরিয়ে নিয়ে আসা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজশাহী মহানগর বিএনপির নেতা নির্বাচিত করা হবে। সম্মেলন মঞ্চের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post