এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে এক অনুষ্ঠানে এই কথা বলেন।সময় বিএনপির এই নেতা বলেন, ‘যে মহিলা এই ১৫ বছর ভোটার বিহীনভাবে বাংলাদেশের শাসন শোষণ করেছে, উনি নতুন করে আবার ভার্চ্যুয়ালি টেলিফোনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। তিনি শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ভারতে যা দিয়েছেন, তা ভারত কোনো দিন ঋণ শোধ করতে পারবে না। এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওপার পার হয়ে বাংলাদেশে আসতে পারে, তাহলে এই বাংলাদেশ নামটা কি আর থাকবে?’
দুলু আরও বলেন, ‘এই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, এটা তো দিয়েই দিতো এই ৫ আগস্ট যদি না হতো। এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে বাংলাদেশ হবে ভারতের একটি অঙ্গরাজ্যনাটোরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা-কর্মীরা।।’
Post a Comment