যেভাবে সন্ত্রাসী হামলা শিকার দিতিকন্যা লামিয়া,

 




সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।আজ বেলা তিনটার দিকে তিনি ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সে সময় দেখা যায়, তাঁর 


গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এসময় ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তাঁর ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা। সেসময় তাঁর পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়।লামিয়া বলেন, ‌‘আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একটা হয়ে 


পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।’এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি।

সোর্স :www.itvbd.com

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post