রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে
পড়েছেনস্থানীয় বাসিন্দাদের ধারণা, সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।স্থানীয় এক নারী বলেন, ‘রাতে আমরা খাওয়া-দাওয়া করে শুইছি। রাত সাড়ে ১২টার দিকে চিৎকার শুনতে পাই। পরে ঘরের দরজা খুলে দেখি আগুন আইয়া পড়ছে। আমরা বের হইতে হইতে আমাগো ঘরেও আগুন লাইগা গেছে। আমরা ঘর থেকে একটা সুতাও বাইর করতে পারি নাই। সব পুড়ে গেছে আমাগো।’আরেক যুবক বলেন, আমি ঘুমায় ছিলাম। হঠাৎ করে উঠে দেখি ধোঁয়া আসছে। বের হয়ে দেখি আগুন লাগছে। আগুনটা ছোটই ছিল, কিন্তু দেখতে দেখতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুনটা বড় হয়ে গেল। এরপর ১০ মিনিটের মধ্যে সব শ্যাস।’
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল উদ্দীন ভুইয়া বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত আমরা তদন্ত করে পরে জানাতে পারব। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Post a Comment