যেভাবে পাতানো ফাঁদে দম্পত্তির মৃত্যু

 


ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ইদ্রিস খাঁ ও শেফালী বেগম দম্পতি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ করতে ভুলে যান। আর সেটি কাল হয় তাদের জন্য।


স্বপ্নের ফসল দেখতে গিয়ে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে যান শেফালী বেগম। কিন্তু বিদ্যুতের শকে তিনিও লুটিয়ে পড়েন মাটিতে। মুহূর্তের ব্যবধানে নিভে যায় দুটি প্রাণ।


নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

সোর্স :www.itvbd.com

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post