শেখ আফিল উদ্দিনের খামারে আগুন, পুড়ল ৪৪ হাজার মুরগি

 


যশোরে আফিল মুরগির ফার্মে আগুন লেগেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।শুক্রবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের পর বিকেল সাড়ে ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা হয়নি।যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মটি অবস্থিত।


খামারটির ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেম্যানেজার আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিল। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিংয়ের স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।’খামার মালিক শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে নৌকা প্রতীকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক।।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post