ইসরায়েলে মুসলমানদের ঝুলিয়ে মারার ভিডিও প্রচার, যা জানা গেল

 


সম্প্রতি ‘ই*জ*রাইলি*দের কাজ এখন হাত-পা বেঁধে লটকানো তারপর মৃত্যু.! আর কবে খুলবে মুসলিম দেশ গুলোর চোখ’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ইসরায়েল কর্তৃক মুসলমানদের হাত-পা বেঁধে ঝুলিয়ে মারার দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয় বরং হ্যালোইন উৎসবের জন্য হাস্যরস ও উপহাসের জন্য নির্মিত শিল্পকর্মের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চ করে ‘MECHANISMUS’ নামক ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৯ জানুয়ারি “FAKE Halloween animatronic prop ‘Set bodies in the bags’ for #hauntedhouse #halloween” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।


MECHANISMUS নামক ইউটিউব চ্যানেলটিতে থাকা কন্টেন্ট বিশ্লেষণ করে জানা যায় এটি মূলত ‘মেকানিজমাস প্রো’ এর প্রতিষ্ঠান এবং তারা শিশুদের বিনোদনের জন্য সরঞ্জাম ডিজাইন ও উৎপাদন করে থাকে। জাদুঘরের জন্য পেশাদার প্রদর্শনী তৈরি, ভূতুড়ে বাড়ির জন্য সরঞ্জাম ডিজাইনসহ বিভিন্ন বিনোদনমূলক কাজ করে থাকে। 


মেকানিজমাসের ওয়েবসাইটে ‘Set of Bodies in the Bag’ শীর্ষক শিরোনামে আলোচিত ভিডিওটি প্রকাশিত রয়েছে এবং পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন আকারে দেয়া রয়েছে। পণ্যের বিবরণীতে বলা হচ্ছে, এটি যেকোনো ভূতুড়ে বাড়ি বা ভৌতিক আকর্ষণের জন্য একটি নির্মিত পণ্য এবং ব্যাগে মোড়ানো পণ্যগুলো একটি শীতল, গা ছমছমে পরিবেশ তৈরি করে যা ভৌতিক ট্রেন এবং ভৌতিক অভিজ্ঞতার জন্য তৈরি করা। 


পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘MECHANISMUS’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার। ইন্সটাগ্রাম একাউন্টটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত একাধিক অনুরূপ ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়। 


অর্থাৎ, এটি নিশ্চিত যে আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইসরায়েল কর্তৃক মুসলমানদের হাত-পা বেঁধে ঝুলিয়ে মারার কোনো দৃশ্যের নয়। 


সুতরাং, হ্যালোইন উৎসবের জন্য হাস্যরস ও উপহাসের জন্য নির্মিত শিল্পকর্মের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল কর্তৃক মুসলমানদের হাত-পা বেঁধে ঝুলিয়ে মারার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post