Top News

বিএ পাসের আগে বিয়ে নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে পুষ্টির অভাবও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা বড় বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়।


শনিবার (২৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেশিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চলছে। এবার যে ফলাফল হয়েছে, সেটাই আসল ফলাফল। এই বছর জিপিএ-৫ এর সংখ্যা কম হওয়ায়, যারা এটি পেয়েছেন তারা সত্যিই মেধাবী। তাই তাদের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।


উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এ বি এম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।ন।ন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post