সুইসাইড নোট’ লিখে ছাত্রের আত্মহত্যা, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

 

ভারতে শিক্ষকদের কাছে হয়রানির শিকার এক নবম শ্রেণির স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে কবির নগরে নিজ বাড়ির টিনের ছাউনির নিচে পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হয়রানির জন্য দুই শিক্ষককে দায়ী করে আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছে ওই ছাত্র। 


থানার ইনস্পেক্টর কুলবন্ত কৌর জানান, ঘটনার পর ডিভিশন নম্বর ৬ থানার পুলিশ ভারতীয় আইন সংহিতা (ভারতীয় ন্যায় সংহিতা - বিএনএস) এর ধারা ১০৮ (আত্মহত্যায় প্ররোচনা) এবং ৩(৫) (সাধারণ অভিপ্রায়) ধারায় মামলা রুজু করেছে।


 ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

১৩ বছর বয়সী ওই ছাত্রের বাবা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে তিনি ছেলেকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ছাদে গিয়ে দেখেন, তার ছেলের মরদেহ টিনের ছাউনির নিচে ঝুলছে।


পরিবারের সদস্যরা জানান, ছেলের স্কুল ব্যাগ তল্লাশি করতে গিয়ে তারা একটি সুইসাইড নোনোটে লেখা ছিল, স্কুলের দুই শিক্ষক তাকে নিয়মিত হয়রানি করতেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় ওই চিঠিতে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলবন্ত কৌর আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই শিক্ষক পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে কেন ওই দুই শিক্ষক তাকে হয়রানি করছিলেন, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।ট পান।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post