‘দেশটা তোমার বাপের নাকি’ গেয়ে পালিয়ে থাকতে হয়েছিল মৌসুমীকে

 


জুলাই গণ–অভ্যুত্থানে আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছিল সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান ‘দেশটা তোমার বাপের নাকি’। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই প্রতিবাদী গান শুধু সুরেই নয়, সাহসেও দাগ কেটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে। তবে এই গানের জন্য চড়া মূল্যও দিতে হয়েছিল শিল্পীকে, কয়েকবার পালিয়ে থাকতে হয়েছিল তাকে।


গানটি নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী চৌধুরী বলেন, ‌‘২০২৩ সালে গানটি রেকর্ড করি, লেখক আমার গুরু ইথুন বাবুএরপর রাজশাহীর বিএনপির সমাবেশে এটি গাই। গানটি নিয়ে সারা দেশে ঘুরেছি। তখনকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গান করা মানেই ছিল জীবনের ঝুঁকি নেওয়া। অনেক হুমকি পেয়েছি, বাসা পরিবর্তন করতে হয়েছে, এমনকি গ্রামের বাড়ি থেকেও হুমকি আসত।তিনি জানান, ‌২০২৩ সালের ২৮ অক্টোবরের পর তাকে দীর্ঘ সময় পালিয়ে থাকতে হয়। তখন সবচেয়ে বেশি সময় গা-ঢাকা দিয়েছিলাম।


রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করে মৌসুমী জানান, ‌‘আমি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি গান দিয়েই। মনে হয়েছে, শুধু অস্ত্র নয়, গান দিয়েও লড়াই করা যায়।


যদি কণ্ঠই আমার অস্ত্র হয়, তাহলে আমি কেন পিছু হটব? আমি ভালোবেসে দেশের জন্য কাজ করছি, কোনো পদ-পদবির আশায় নয়। ’

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন যখন তুঙ্গে, তখন গানটি মানুষের মুখে মুখে ফিরেছে। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুতে তিনি মর্মাহত হন, ‘শিক্ষার্থীরা তো দেশের ভবিষ্যৎ, তাদের রক্ত ঝরা আমাদের বিবেক নাড়া দিয়েছে। ’


সাম্প্রতিক সময়েও থেমে নেই মৌসুমী চৌধুরীর প্রতিবাদী সুর। এই সপ্তাহেই ‘এ যুদ্ধ কবে হবে শেষ’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি।


সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক অস্থিরতা নিয়ে এই গান তৈরি করেছেন বলে জানান মৌসুমী।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post