হাতে পায়ে যে লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে নারীদের

 

আমাদের শরীরের কোনো অঙ্গে সমস্যা দেখা দিলে অন্যান্য অঙ্গের মাধ্যমে জানান দেয়। তেমনি নারীদের কিডনি বিকল হলে তাদের পা ও মুখে ফোলাভাব দেখা দিতে পারে। এই ফোলাভাব সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি দেখা যায়।


শুধু তাই নয়, প্রস্রাবের সঙ্গে যদি প্রোটিনের নির্গমনের ইঙ্গিত দেখা যায়, তবে তাও হতে পারে কিডনির ক্ষতির লক্ষএই লক্ষণ দেখলে অবহেলা করা উচিত নয়।

মূত্রের রং, পরিমাণ ও ধরনে পরিবর্তন হতে পারে। যেমন, প্রস্রাবে ফেনা হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া বা খুব কম প্রস্রাব হওয়া ইত্যাদি। অনেকসময় দেখা যায় কারো কারো প্রস্রাবের সঙ্গে রক্ত আসেএগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে, যা কখনো উপেক্ষা করা উচিত নয়।চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে কিডনি খারাপ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ থাকে না বা খুব হালকা হয়। তাই নিয়মিত রক্ত, প্রস্রাবের পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি, যাতে রোগটি দ্রুত ধরা যায়।


নারীদের কিডনি রোগ হলে ক্লান্তি, দুর্বলতা ও ক্ষুধামন্দা হতে পারে।


এই লক্ষণগুলো শরীরের রক্ত-স্বল্পতা (অ্যানিমিয়া) বা শরীরে বিষাক্ত পদার্থ বৃদ্ধির কারণে হয়ে থাকে। নারীদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) খুব সাধারণ, যার কারণে বারবার প্রস্রাবে জ্বালা, ব্যথা বা সংক্রমণ হতে পারে।

যদি ইউটিআই বারবার হয়, তবে কিডনি পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে। যার ফলে কিডনি খারাপ হতে পারে। কিডনি রোগের শুরুতে লক্ষণগুলো হালকা হয় অথবা দেখাই যায় না।


তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্ত ও প্রস্রাবের পরীক্ষা জরুরি। কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, যাতে সময় থাকতে চিকিৎসা শুরু কসূত্র : এবিপি লাইভরা যায়।।ণ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post