শাহবাগে জুলাই আন্দোলনকারী দু’পক্ষের মারামারি

 


শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনকারীদের দু’পক্ষের মারামারি ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।জুলাই সনদের দাবিতে রাস্তা অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছিলেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ। পরে সেখানে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ এসে তাদেরকে সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। যে পক্ষটি তাদের সরিয়ে দিতে আসে তাদের দাবি, এই আন্দোলন কারীরা ভুয়া জুলাই যোদ্ধা।এর আগে জুলাই সনদের দাবিতে শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচলসকাল থেকেই বৃষ্টির মধ্যে মেট্রোরেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা অবস্থান করতে থাকেন। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায়। সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—স্লোগান দিতে শোনযায়।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post