শারীরিক সম্পর্কে অনিহা স্বামী-স্ত্রীর সম্পর্কে তিক্ততার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে এ সমস্যার জন্য পুরুষদের দায়ী করা হলেও নারীদের মধ্যেও নানান কারণে সম্পর্ক স্থাপনে অনিহা বা অসুবিধা দেখা দিতে পারে। তবে কাউন্সিলিং ও ট্রিটমেন্টের মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভবমন্না হক জানান, নারীদের ক্ষেত্রে শারীরিক সম্পর্কে অনাগ্রহের অন্যতম কারণ হচ্ছে হাইপোএকটিভ সেক্স্যুয়াল ডিজায়ার ডিজঅর্ডার বা সংক্ষেপে একে HSDD বলা হয়। এ সমস্যায় নারীর শারীরিক সম্পর্ক স্থাপনে দীর্ঘমেয়াদে বা বারবার অনীহা দেখা যায়।
তিনি আরও বলেন, সাধারণত ছয় মাস এর বেশি সময় এরকম সমস্যা থাকলে তাকে HSDD হিসেবে ডায়াগনোসিস করা হয়। এ অনিহার কারণে সম্পর্ক স্থাপন কালে পার্টনার এর সাথে মানসিক দূরত্ব বৃদ্ধি পায়। নারীর যে শুধু সম্পর্ক স্থাপনে অসুবিধা হয় সেটাই না, সম্পর্ক তৈরির কোন ইচ্ছাও অনেকের মাঝে অনুপস্থিত থাকে। অর্থাৎ তারা বৈবাহিক জীবনে পার্টনারের জৈবিক চাহিদা পূরণে একেবারেই অনাগ্রহী বা অপারগ থাকেন
একটি আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে প্রতি দশজনে একজন নারী কোন না কোন কারণে HSDD তে আক্রান্ত। কিছু রিসার্চের রিপোর্ট অনুযায়ী এ সংখ্যা আরও অনেক বেশি। বিশেষত পেরিমেনোপোজ ও মেনোপজের পরে নারীদের মধ্যে এ সমস্যার হার অনেক বেশি (২৬%-৫২%)
Post a Comment