যে দোয়ায় পাহাড়সম ঋণও পরিশোধ হয়ে যায়

 উচ্চারণ : আল্লাহুম্মা মা-লিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশা-উ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তুইজ্জু মান তাশা-উ, ওয়া তুজিল্লু মান তাশা-উ, বিয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শায়ইন ক্বাদির। রহমানুদ দুনিয়া ওয়াল আ-খিরাতি ওয়া রাহিমুহুমা তু’ত্বীহুমা মান তাশা-উ, ওয়া তামনাউ মিনহুমা মান তাশাউ, ইরহামনি রহমাতান তুগনীনী বিহা আন রহমাতি মান সিওয়াকা।


অর্থ : হে আল্লাহ! তুমিই রাজ্যের মালিক। তুমি যাকে ইচ্ছে রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমান কর। তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সব বিষয়ে ক্ষমতাশীল। তুমি দুনিয়া এবং আখিরাতে রহমান এবং উভয় জগতে রহীম। তুমি দুনিয়া-আখিরাত থেকে যাকে ইচ্ছা দান কর এবং যাকে ইচ্ছা বঞ্চিত রাখ। আমাকে তুমি এমন দয়া কর, যে দয়া তোমার দয়া ব্যতীত সকলের অনুগ্রহ থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেয়।


উপকার : আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) মুয়াজ (রা.)-কে বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যে, তোমার ওপর উহুদ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও এ দোয়াটি পাঠ করলে আল্লাহ অবশ্যই তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন? তারপর তিনি মুয়াজ (রা.)-কে এই দোয়া শিখিয়ে দেন। (আত তারগিব ওয়াত তারহিব, হাদিস : ২৮১৩)

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post