Top News

বাসের বাঙ্কার মিলল ২ কোটি টাকার ‘আইস’

 

খুলনায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ২ কেজি আইসনামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ডুমুরিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এই আইস উদ্ধার করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানা পুলিশ স্থানীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে বাঙ্কারে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২ কেজি আইসনামক মাদক পাওয়া যায়। এরমধ্যে দুটি বড় প্যাকেট ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে।


ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, উদ্ধার করা আইসের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইসনামক এই মাদক ভারত থেকে চোরাই পথে আমদানি করা হয়েছে। এটি সাগুদানার মতো দেখতে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post