Top News

আ.লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮

 

চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 


আহত পুলিশ সদস্যের নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। এ ঘটনায় রাতভর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৮ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। 


এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, ‌‘পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post