রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সোমবার (৪ আগস্ট) পুঠিয়ার ঝলমলিয়া ডাকবাংলাতে ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেসে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারিকেল নামিয়ে বিক্রি করে মাদক সেবন করতেন বলে দাবি স্থানীয়দের।
পুলিশ জানায়, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জেলা পরিষদের ঝলমলিয়া ডাক বাংলোতে সে ডাব চুরির উদ্দেশে এসেছিল। গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে সে গাছ থেকে পড়ে মারা গেছে।
ঝলমলিয়া ডাকবাংলোর কেয়ারটেকার আক্কাস আলী বলেন, 'এই ডাকবাংলোর চারে দিকে উন্মুক্ত থাকায় যে কোনো সময় মানুষ যাওয়া আসা করতে পাঘটনার রাতে আমি ঘুমিয়ে ছিলাম। গাছ থেকে পড়ার কোনো শব্দ পাইনি। ভোর সাড়ে ৫ টার সময় একজন আমাকে ডেকে ঘটনা জানায়। তখন আমি এসে দেখি একজন মরে পড়ে আছে।
পরে উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।'
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, 'আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ধারণা, ডাব গাছে থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।রে।ন।
Post a Comment