পাপমুক্ত হওয়ার বিশুদ্ধতম একটি দোয়া

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম বিলাল ইবনে যায়েদ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে এই হাদিসটি আমার দাদার সূত্রে বর্ণনা করতে শুনেছি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ইরশাদ করতে শুনেন; যে ব্যক্তি-


أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ


উচ্চারণ: "আস্‌তাগফিরুল্ল-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি"


অর্থ: “মহান আল্লাহ তা’আলার নিকট আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোন মা’বূদ নেই, যিনি চিরজীবি, চিরস্থায়ী এবং আমি তার কাছে তওবা করি”,।


(এই দোয়া) পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হয়, যদিও সে রণক্ষেত্র হতে পলায়ন করে থাকে।


[জিহাদের ময়দান থেকে পলায়ন ইসলামে অন্যতম বড় গুনাহ। তার পরও এখানে আল্লাহর ‘হাইয়্য’ (চিরঞ্জীব) ও ‘ক্বাইয়্যূম’ (সর্বধারক)-সত্তাকে স্মরণ করে ক্ষমা চাওয়ার বিশেষ গুরুত্ব থাকায় আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা দিবেন]


-(আবু দাউদ, হাদিস :১৫১৭ ; তিরমিজি, হাদিস : ৩৫৭৭)

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post