হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরীর মর্মান্তিক মৃত্যু

 

রাশিয়াতে স্বামী টেভর ওবলাস্টের গাড়ি করে সফর করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। তাদের গাড়িটি মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়েছিল। দ্রুত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি।


গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সেই নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এ বিশ্ব সুন্দরী। 

দুর্ঘটনাটি ঘটে ৫ জুলাই। সেনিয়া ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বাআর তার পাশেই বসেছিলেন সেনিয়া। মাঝ রাস্তায় হরিণের সঙ্গে ধাক্কা লাগার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের গাড়িটি। শেষ পর্যন্ত উল্টে যায় গাড়ি।

বিধ্বস্ত গাড়ি থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়েছিল আন্তর্জাতিক মডেলকে।


সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিটেভর জানান, ওই হরিণটির পা গাড়ির কাচ ভেদ করে এসে ধাক্কা দিয়েছিল সেনিয়ার মাথায়। অচেতন অবস্থায় মস্কোর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনিয়াকে। প্রথম থেকেই তার অবস্থা সঙ্কটজনক ছিল। তাই এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গত ১২ আগস্ট মৃত্যু হয় তার। সেই খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্বামী। তিনি নিজেও আহত ছিলেন।ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎসভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।’নি।মী।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post