আঁচিল দূর করতে

 

আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঁচিল (বাড়তি মাংসপিণ্ড) দেখা যায়। আঁচিলগুলো শরীরের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু তো নয়, দেখতেও ভালো লাগে না।আঁচিলগুলো সরাতে রয়েছে কিছু চিকিৎসা। যেমন সার্জারির মাধ্যমে আক্রান্ত কোষকে কেটে বাদ করার মাধ্যমে, লেজার চিকিৎসাও আজকাল করছেন অনেকে।


তবে এই চিকিৎসাগুলো বেশ ব্যয় বহুল।  

প্রথমে নিজেই একটু চেষ্টা করতে পারেন, ঘরোয়াভাবেই ব্যথাহীন আঁচিল দূর করতে।


জেনে নিন পদ্ধতি-   

• গার্লিক এক্সট্রাক্ট থেরাপি- এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ৯০ শতাংশরও বেশি ক্ষেত্রে উপকারিতা পাওয়া গেছে। রসুনে উচ্চ পরিমাণে অ্যান্টি ফাংগাল বা জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েতাই সংক্রমণ সারিয়ে তোলে। রসুন আঁচিলের ওপর ২০ মিনিট রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এটা দিনে দুবার করুন পুরো সপ্তাহজুড়ে, আঁচিল খসে পড়বে ।  

• অ্যালোভেরা জেল তুলো দিয়ে আঁচিলের ওপর লাগিয়ে, এটাও ব্যান্ডেজ করে রাখুন ২০ মিনিট। দিনে দুবার করুন টানা দুই সপ্তাহ। আঁচিল দূর হবে সহজেই।  


• অ্যাপেল সিডার ভিনিগারে জীবাণুনাশক উপাদান থাকে। দুই চা চামচ আপেল সাইডার ভিনিগার , এক চা চামচ পানিতে মিশিয়ে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগিয়ে একইভাবে আধাঘণ্টা ব্যান্ডেজ করে রাখুন। আঁচিল শুকিয়ে কালো হয়ে পড়েও যাবে, বুঝতেই পারবেন না।


আঁচিলের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।  


এসআইএসছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post