বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 

খুলনা সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।মনোয়ার হোসেন টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রী। 


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্ত্রী দোলা বেগম জানান, তিনি সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে দেখেন তাদের বাড়ি থেকে হেলমেট পরা তিনজন মটরসাইকেলে করে দ্রুত বের হয়ে যাচ্ছে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে, তার শ্বশুর জানান- কয়েকজন যুবক এসে টগরকে ছুরিকাঘাত করেছে। তখন তারা টগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, টগর তাঁর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেলে করে হেলমেট পরা তিনজন ব্যক্তি তার দরজায় নক করে। তিনি দরজা খুললে তাঁকে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহনাজ পারভীন তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও বলা যাচ্ছে না। আসামিদের ধরতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছেন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post