হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন ভিকারুননিসার শিক্ষিকা

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখায় হিজাব পরার কারণে ষষ্ঠ শ্রেণির ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।রোববার (২৪ আগস্ট) শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার ওই শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন বলে অভিভাবকরা অভিযোগ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও দাবি করা হয়।তবে এ অভিযোগ অস্বীকার করে শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, “আমাদের স্কুলের একটি নির্দিষ্ট ড্রেস কোড আছে। যারা পর্দা করতে চায়, তাদের সাদা স্কার্ফ পরতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থী ওড়না পরে এসেছে। তাই নিয়ম অনুযায়ী আমি তাদের ক্লাস থেকে বের করে দিয়েছি।”


অন্য শিক্ষকরা হিজাব বা ওড়না নিয়ে আপত্তি না তুললেও কেন তিনি এমন ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, “নিয়ম ভাঙলে সেটা সংশোধন করা আমাদের দায়িত্ব। আমি নিয়ম শেখানোর জন্যই শিক্ষার্থীদের শাস্তি দিয়েছি।”


এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “আমি বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post