কুমিল্লায় স্ত্রীর পরকীয়া সন্দেহে ১৬ মাসের সন্তানকে হত্যার অভিযোগ

 

কুমিল্লায় স্ত্রীর পরকীয়া সন্দেহে ১৬ মাসের সন্তানকে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে আব্দুল্লাহ নামে ১৬ মাস বয়সী সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে মুরাদনগর সদরের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। আবু নাইম নামে ওই বাবাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহর জন্মের পর থেকে আবু নাইম তাকে সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলেন। জন্মের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যার চেষ্টা করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। 

শিশুটির মা শাহিদা আক্তার বলেন, ‘দীর্ঘদিন যাবত সে তার নিজ সন্তানকে হত্যা করার চেষ্টা করে আসছিল। এ সন্তান নিয়ে সন্দেহ করে আমার সাথে ঝগড়া বিবাদ করত। শুক্রবার থেকে আমার ছেলে আব্দুল্লাহর জ্বর। সকালে তার বাবাকে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম, তখন সে বলে তুমি বাড়িতে থাকো আমি নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। তারপর আর যোগাযোগ করতে পারিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের লাশ নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।’

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের (মর্গে) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post