৫ দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
একই দাবিতে কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। কর্মবিরতির প্রভাবে রোগীরা বিড়ম্বনায় পড়ছেন। ভর্তি হওয়ার পরপরই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দুপুর থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয়। দুপুর ১২টার সময় ইন্টার্ন চিকিৎসক ও রামেকের শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করে তারা মিছিল নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেশ কিছুক্ষণ অবস্থান করার পর তারা সেখান থেকে চলে যান আন্দোলনকারী বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চমাধ্যমিক পাস করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে মূল চিকিৎসকেরা হেনস্থার শিকার হচ্ছেন, দাবি তাদের। একইসাথে বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করাসহ চিকিৎসক সংকট কাটাতে জরুরিভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিও জানান তারা। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, হাসপাতলে বর্তমানে মিড ও সিনিয়ন লেভেলের চিকিৎসকেরা সেবা নিশ্চিত করে যাচ্ছেন। জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার চলামান আছে।00:01

Post a Comment