বাড়িতে ডাকাতের হানা, গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

 

বাড়িতে ডাকাতের হানা, গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতির উদ্দেশে তাঁদের বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় ডাকাতদের আক্রমণে গুলিবিদ্ধ হন অভিনেতা। এ ছাড়া তাঁর স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নির্মাতা তপু খান। তিনি বলেন, ‌‘কয়েকজন ডাকাত রাত ৩টার দিকে বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা-স্ত্রীসহ অভিনেতা বর্তমানে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতার জ্ঞান ফিরেছে, তবে একটি নার্ভ কাজ করছে না বলেও জানান তপু খান। মা-স্ত্রীসহ অভিনেতা বর্তমানে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতার জ্ঞান ফিরেছে, তবে একটি নার্ভ কাজ করছে না বলেও জানান তপু খান। এই নির্মাতা বলেন, ‘আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে, তবে একটি নার্ভ কাজ করছে না। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।’   

এ ঘটনায় ডাকাতদের কাউকে চেনা গেছে কি-না, জানতে চাইলে তপু খান বলেন, ‘এখনও আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি। আসলে আহতদের চিকিৎসা নিয়েই ব্যস্ত আছি।’

প্রসঙ্গত, ঢাকার বাসিন্দা অভিনেতা আজিজুর রহমান আজাদ। কিন্তু সপ্তাহে শুক্র-শনি দু’দিন তিনি নিজেদের আশুলিয়ার বাড়িতে কাটান। এবার বাড়িতে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post