পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ধরে আনব’, নতুন এফবিআই প্রধানের হুঁশিয়ারি

 


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। একইসঙ্গে সংস্থাটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে কাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্যাটেল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লেখেন, ‘আমি এফবিআইয়ের নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছি। আমার প্রতি অটুট আস্থা ও সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ জানাই।’

 

তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণের এমন একটি এফবিআই প্রাপ্য, যা স্বচ্ছ, জবাবদিহিপূর্ণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে-কিন্তু আজ থেকে সেই অধ্যায় চিরতরে শেষ হচ্ছে চিরতরেএফবিআই প্রধান বলেন, ‘পুরুষ ও নারীদের সঙ্গে কাজ করে আমরা এমন একটি এফবিআই পুনর্গঠন করব, যাতে আমেরিকানরা গর্ব করতে পারে। যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তাদের জন্য- এটা সতর্কবার্তা বলে মনে করুন। আমরা এই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনাদের ধরে আনব।’

 

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ। তখন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফও ছিলেন তিনিসংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে, ১৯৮০ সালে নিউইয়র্কে কাশ প্যাটেলের জন্ম। বেড়ে উঠেছেন পূর্ব আফ্রিকায়। তার প্রকৃত নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তার বাবা-মা দুজনই গুজরাটি।

 

উল্লেখ্য, এর আগে প্যাটেলকে মনোনয়ন দিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী, তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার এবং আমেরিকানদের রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল।’।।’

Post a Comment

Previous Post Next Post