কোভিডে হৃদরোগের ঝুঁকি বাড়ছে বিশেষ করে নারীদের : গবেষণা

 

কোভিড-১৯ সংক্রমণ মানুষের রক্তনালী দ্রুত বুড়ো করে দিতে পারে—এমনটাই জানিয়েছে এক আন্তর্জাতিক গবেষণা। গবেষকরা বলছেন, আক্রান্তদের রক্তনালী গড়ে প্রায় ৫ বছর বেশি বয়সী হয়ে যায়। বিশেষ করে নারীরা এ প্রভাব বেশি অনুভব করেন।


রক্তনালী বয়সে পুরোনো হলে ধমনীগুলো শক্ত হয়ে যাএতে স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ফ্রান্সের ইউনিভার্সিতে প্যারিস সিটির অধ্যাপক রোসা মারিয়া ব্রুনো জানান, কোভিড সরাসরি রক্তনালী ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে ‘আর্লি ভাসকুলার এজিং’ (রক্তনালী প্রকৃত বয়সের তুলনায় দ্রুত বুড়ো হওয়া) ঘটে। এতে মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।গবেষণায় ১৬টি দেশের ২ হাজার ৩৯০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এসব দেশ হলো: অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, সাইপ্রাস, ফ্রান্স, গ্রিস, ইতালি, মেক্সিকো, নরওয়ে, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। অংশগ্রহণকারীদের ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা হয়।


ফলাফলে দেখা গেছে, যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন—তারা হালকা উপসর্গের রোগী হলেও—তাদের ধমনী সাধারণ মানুষের তুলনায় শক্ত হয়ে গেছে।


এ প্রভাব নারীদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি দেখা গেছে। আবার যারা লং কোভিডের (সংক্রমণ শেষ হওয়ার পরও দীর্ঘস্থায়ী উপসর্গ যেমন শ্বাসকষ্ট, ক্লান্তি) সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ধমনীর শক্তভাব আরও বেশি।

গবেষকরা আরও জানান, যারা কোভিড টিকা নিয়েছেন তাদের রক্তনালী তুলনামূলক কম শক্ত হয়েছে। দীর্ঘমেয়াদে কোভিডের কারণে রক্তনালীর দ্রুত বার্ধক্য কিছুটা স্থিতিশীল বা হালকা উন্নত হতে পারে বলেও গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।


অধ্যাপক ব্রুনো বলেন, পুরুষ-নারীর মধ্যে এ ভিন্নতার অন্যতম কারণ হতে পারে রোগ প্রতিরোধ ব্যবস্থার পার্থক্য।


নারীদের ইমিউন সিস্টেম সাধারণত দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখায়। যদিও এতে সংক্রমণ থেকে সুরক্ষা মেলে, তবে একই সঙ্গে রক্তনালীতে ক্ষতির ঝুঁকিও বেড়ে যায়। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুলয়।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post