ব্রেইন স্ট্রোকের আগে কয়েকটি সংকেত

 

অনেকেরই হঠাৎ করে কথাবার্তায় সমস্যা, মাথা ঘোরানো, চোখ, মুখ শুকনা শুকনা ভাব, ভীষণভাবে ক্লান্তি বড়সড় রোগের ইঙ্গিতও হতে পারে। ব্রেইন স্ট্রোক একই মুহূর্তে সম্পূর্ণভাবে জীবন বদলে দিতে পারে ৷ তবে একটি আশার কথা হলো, ব্রেইন স্ট্রোক হওয়ার আগেই সংকেত দিতে থাকে ৷ 


সময় থাকতে সতর্ক না হলে বড়সড় বিপত্তি হতে পারে ৷ ব্রেইন স্ট্রোকের আগে ঠিক কী কী সংকেত দিতে পারে, জেনে নেওয়া যাক—


অনেক সময়েই লক্ষ করা যায়, স্ট্রোকের আগে হাত, পায়ে হঠাৎ করেই দুর্বলতা হতে পারে। হাঁটাচলা করার সময়ে এই দুর্বলতা লক্ষ করা যায়। তবে এড়িয়ে গেলেই সমস্যাকথাবার্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ ঠিক করে কথা বলার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, কথা জড়িয়ে যায় বা আটকেও যায়। ব্রেইনে রক্ত সংবহন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই সমস্যা এড়িয়ে গেলে প্রচণ্ড চাপ বাড়তে পারে। 


হঠাৎ কোনো কারণেই মাথা যন্ত্রণা হলে যেন বারবার মনে হয়ে থাকে সংজ্ঞা বা জ্ঞান হারিয়ে যেতে পারেএটিও ব্রেইন স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। তবে এর সঙ্গে অন্য লক্ষণও দেখা দিতে পারে। স্ট্রোকের প্রভাব চোখের ওপরেও পড়ে থাকে। এতে দুই চোখেই ঘোলাটে ভাব লক্ষ করা যায়।

অন্ধকার অন্ধকার ভাব চোখকে ঘিরে ধরে। ঘোলাটে ভাব লক্ষ করা যায়।

ব্রেইন স্ট্রোকের আগে প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যেই বেশ কিছু লক্ষণ দেখতে পাওয়া গেলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্ট্রোকের শুরুতে ৩ থেকে ৪.৫ ঘণ্টা অত্যন্ত গোল্ডেন মুহূর্ত বা সোনালি মুহূর্ত বলেই মনে করা হয়এ সময় কিছুক্ষেত্রে পরিষ্কার সংকেত দেখা দেয়। সময় থাকতে থাকতে এই সংকেত বুঝতে হবে।সূত্র : নিউজ ১৮।।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post