নবীজির মোহরে নবুওয়াত দেখে এক ইহুদি যেভাবে জ্ঞান হারায়!

 

মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। নবী-রসুলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ নবীজিকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে পাঠিয়েছেন।خاتم অর্থ- আংটি, মোহর, সীল। মোহরে নবুওয়াত হলো রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি মাংসের টুকরা। এটি ছিল রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুওয়াতের নিদর্শন; আর এ নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও বর্ণিত ছিল।


 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’কাঁধের মধ্যভাগে মোহরে নবুওয়াত ছিল, হজরত সায়িব ইবনে ইয়াযীদ (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, একদিন আমার খালা আমাকে নিয়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহর রসুল! আমার ভাগনে অসুস্থসময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

language-logo-en

EN

সম্পূর্ণ নিউজ সময়

ধর্ম

১২ টা ৫৫ মিনিট, ১৯ আগস্ট ২০২৫

নবীজির মোহরে নবুওয়াত দেখে এক ইহুদি যেভাবে জ্ঞান হারায়!

মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। নবী-রসুলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ নবীজিকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে পাঠিয়েছেন।

মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। ছবি: সংগৃহীত

মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। ছবি: সংগৃহীত

মুফতি জাকারিয়া হারুন


২ মিনিটে পড়ুন

خاتم অর্থ- আংটি, মোহর, সীল। মোহরে নবুওয়াত হলো রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি মাংসের টুকরা। এটি ছিল রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুওয়াতের নিদর্শন; আর এ নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও বর্ণিত ছিল।


 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’কাঁধের মধ্যভাগে মোহরে নবুওয়াত ছিল, হজরত সায়িব ইবনে ইয়াযীদ (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, একদিন আমার খালা আমাকে নিয়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহর রসুল! আমার ভাগনে অসুস্থ।

 

আরও পড়ুন: যেভাবে কাজা নামাজ আদায় করবেন


তখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর তিনি অজু করলেন। 

 

আমি নবীজির অজুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সহসা তার দু’কাঁধের মধ্যস্থ মোহরে নবুওয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির (কবুতরের) ডিমের মতো। (বুখাহজরত ইয়াকুব ইবন হাসান হজরত আয়শা রা. থেকে উত্তম সনদে বর্ণনা করেন যে, জনৈক ইহুদি ব্যবসা উপলক্ষ্যে মক্কায় অবস্থান করত। যে রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এর পর ওই ইহুদি কুরাইশদের এক সভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, এ রাতে কোনো ছেলেসন্তান জন্মগ্রহণ করেছে? কুরাইশরা বলল, আমরা তো জানি না। 

 

ইহুদি বলল, একটু খবর নিয়ে দেখো। কেননা আজ রাতে উম্মতের নবি জন্মলাভ করেছেন। তাঁর দু-বাহুর মাঝখানে একটি চিহ্ন (মোহরে নবুওয়াত) আছে। তিনি দু-রাত পর্যন্ত দুধপান করবেন না এজন্যে যে, জনৈক জিনগ্রস্ত তাঁর মুখে অঙ্গুলি প্রবেশ করিয়েছিল। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে, আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিবের একজন পুত্রসন্তান জন্মগ্রহণ করেছেইহুদি বলল, আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি যখন তাঁর দু-বাহুর মাঝখানে ওই চিহ্ন (মোহরে নবুওয়াত) দেখল জ্ঞান হারিয়ে ফেলল। হুঁশ ফিরে আসার পর সে বলল, 

 

আল্লাহর শপথ! এই নবজাতক তোমাদের উপর এমনই আক্রমণ করবে, যার খবর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। হাফিয আসকালানি এ হাদিসটির সনদ হাসান বলেছেন। এ ছাড়া হাদিসটির দ্রষ্টা, শ্রোতা ও সাক্ষীর সংখ্যা দীর্ঘ এবং এর ব্যাখ্যাও সুদীর্ঘ। (ফাতহুল বারি : ৬-৪২৫)ন।রি: ১৯০; মুসলিম: ৬২৩৩)।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post